ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ডব্লিউপিপিবি ব্রাইডাল ফেস্টিভাল ২০১৬

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ডব্লিউপিপিবি ব্রাইডাল ফেস্টিভাল ২০১৬

গুলশানের শ্যুটিং ক্লাবে আগামী ১৭, ১৮ ও ১৯ নভেম্বর তিন দিনব্যাপী চলবে

বিয়ের এই মৌসুমে বিউটি পার্লার অরা বিউটি লাউঞ্জের সৌজন্যে এবং ডব্লিউপিপিবি (ওয়েডিং এন্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অব বাংলাদেশ)-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘ব্রাইডাল ফেস্টিভাল-২০১৬’।  

গুলশানের শ্যুটিং ক্লাবে আগামী ১৭, ১৮ ও ১৯ নভেম্বর তিন দিনব্যাপী চলবে এই উৎসব।

ফেস্টিভাল উপলক্ষে শনিবার (১২ নভেম্বর, ২০১৬) রাজধানীর একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডব্লিউপিপিবি।

এসময় উপস্থিত ছিলেন ডব্লিউপিপিবি’র প্রেসিডেন্ট প্রীত রেজা, সেক্রেটারি জেনারেল সজীব পাল, অরা বিউটি বিউটি লাউঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মাহদীন তারিক, স্ট্যাটিজিক কনসাল্টে রফিকুল ইসলাম রাফ ও বিউটি এক্সপার্ট নিশাত আদনান তারিক।  

সাজপোশাক থেকে শুরু করে গহনা, ভেন্যু, ডালা, স্টেজ, মেহেদি, ফটোগ্রাফি, হানিমুন পর্যন্ত বিয়ের আয়োজন পরিপূর্ণ করতে পোহাতে হয় শত ঝক্কি। তবে এবার এ-সব ঝামেলার সহজ সমাধান পাওয়া যাবে ব্রাইডাল ফেস্টিভালে।  

৫৬টি প্রতিষ্ঠান এবারের ফেস্টিভালে অংশ নিচ্ছে।


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।