ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

স্মার্ট ফিট ফার্নিচার হাতিলে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
স্মার্ট ফিট ফার্নিচার হাতিলে ছবি: হাতিল

খাওয়ার পর ডাইনিং টেবিল ভাঁজ করে রাখলেন। সেই ভাঁজ করা টেবিলে সাজিয়ে দিলেন বাসনপত্র। এবার বাচ্চাকে খেলতে দিন সেই সেখানেই। বাসায় অতিথি এসেছে, সোফায় বসে সবার সাথে আড্ডা দিলেন, টেলিভিশন দেখলেন।

ঘুমোতে যাবেন, চিন্তা নেই। এবার সেই সোফাকেই আবার টান দিয়ে বিছানা বানিয়েই রাতের ঘুম দিলেন।

 
জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড হাতিল নতুন ধরনের স্মার্ট ফিট আসবাব নিয়ে এসেছে যা ঘরের জায়াগা সাশ্রয়ের পাশাপাশি একাধিক কাজেও ব্যবহার করা যায়।

হাতিলের হেড অব মার্কেটিং ফিরোজ আল মামুন বলেন, ফ্ল্যাটের আকার দিনে দিনে ছোট হচ্ছে। সে জন্যই নতুন ধারনার অত্যাধুনিক এ স্মার্ট ফিট আসবাব নিয়ে এসেছে হাতিল।  

মেলায় হাতিলের প্যাভিলিয়নে ‘স্মার্টফিট’ রেইঞ্জের ডাইনিং ইউনিট, সোফা কাম বেড, কেবিনেট কাম বেড, চাইল্ড বেড কাম পড়ার টেবিল, ফোলডিং ডাইনিং টেবিল উইথ চেয়ার। এসব পণ্য মিলবে ২০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকার মধ্যে।
মেলা উপলক্ষে আসবাবগুলোতে থাকছে নানা অফার। সারা দেশের ৬৮টি বিক্রয়কেন্দ্র থেকেই এ সুবিধা পাবেন ক্রেতারা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।