ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শাহী খাবারের উৎসব লা মেরিডিয়ানে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
শাহী খাবারের উৎসব লা মেরিডিয়ানে শাহী খাবারের উৎসব

লক্ষ্ণৌর নবাবদের রাজত্বের অবসান হয়েছে। তবে রয়ে গেছে শাহী স্বাদের খাবার। ঐতিহ্যবাহী সেই শাহী খাবারের স্বাদ নিয়ে রাজধানীর অভিজাত হোটেল লা মেরিডিয়ান ঢাকায় শুরু হচ্ছে ভারতীয় খাবারের উৎসব। 

সম্প্রতি লা মেরিডিয়ান ঢাকায় যোগ দিয়েছেন ভারতীয় শেফ মুফিদ আলম। তার রান্নায় অতিথিরা কেবল স্বাদ নয়, পাবেন ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।

 

২৫ থেকে ২৭ জানুয়ারি থাকছে শেফ মুফিদের পরিবেশনায় ভারতীয় শাহী খাবারের স্বাদ।  
তিনদিনের এর উৎসব চলবে সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১১.৩০ টা পর্যন্ত। শাহী খাবারের স্বাদ পেতে যেতে হবে লা মেরিডিয়ান ঢাকার লেটেস্ট রেসিপি রেস্টুরেন্ট। জনপ্রতি ৩৬০০++ বুফে খাবার খেতে পারবেন অতিথিরা।  

উৎসবে থাকবে মাংসের কোরমা, গুলাটি কাবাব, কাচি গোস্ত কা বিরিয়ানি, ফুক ঝারি শিখ এমন সব জিভে জল আনা নবাবী খাবারের শতাধিক পদ।  

বিস্তারিত জানতে ০১৯৯০৯০০৯০০ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।