ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

সুসি পুল পার্টি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, এপ্রিল ২৬, ২০১৭
সুসি পুল পার্টি সুসি পুল পার্টি

অতিথিদের সেরা সুসি’র স্বাদ দিতে ‘সুসি পুল পার্টি’র আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। 

২৭ থেকে ২৯ এপ্রিল হোটেলটির মেডিটেরিয়ান রেষ্টুরেন্টে ওলেয়া ও ইনফিনিটি পুল সাইডে চলবে এই পার্টি।  

সুসি একটি এত্যিবাহী জাপানি খাবার হিসেবে পরিচিত।

এই পার্টিতে লা মেরিডিয়ানের জাপান থেকে আসা শেফের তৈরি নানা ধরনের সুসি পরিবেশন করা হবে অতিথিদের জন্য। সুসী প্রেমীরা এই আয়োজন উপভোগ করবেন বলেই মনে করছে হোটেল কর্তৃপক্ষ।
 
অতিথিদের জন্য পার্টিতে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ফিলিপিনো ব্যান্ড নর্থ ওয়েভের পরিবেশনায় লাইভ জ্যাজ মিউজিক।  

সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১১:৩০ পর্যন্ত এই পার্টি চলবে। প্রতি প্লেট (০৮টি সুসি ও একটি সফ্ট ড্রিংক) ৬৫০++ টাকায় অতিথিরা সুসি’র স্বাদ নিতে পারবেন।  

যোগাযোগ : +৮৮০১৯৯০৯০০৯০০ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।