ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আরামদায়ক অফিশিয়াল পোশাক এনেছে লা রিভ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জুন ৭, ২০১৭
আরামদায়ক অফিশিয়াল পোশাক এনেছে লা রিভ লা রিভ

কর্মক্ষেত্রে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডেস্কে কিংবা অফিশিয়াল মিটিং ছাড়াও ব্যস্ত থাকতে হয় নানান কাজে। কাজের ফাঁকে কিছুটা ফুরফুরে সময় কাটাতে কিংবা কাজে মনোযোগ দিতে আর স্বস্তিতে কাজ করতে বেশ বড় ভুমিকা রয়েছে পোশাকের। তেমনই আরামদায়ক পোশাক নিয়ে সেজেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ।

নতুনসব ডিজাইনে বিশেষ করে কর্মজীবী নারীদের জন্য বিশেষ নকশায় 'কাজ এবং কাজের পরে পোশাক' নামের নতুন কালেকশন বাজারে ছেড়েছে লা রিভ। যাকে বলা হচ্ছে 'নাইন টু নাইন' কালেকশন।

নতুন কালেকশন নিয়ে লা রিভের ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ডিরেক্টর মন্নুজান নার্গিস বলেন, পোশাকের ক্ষেত্রে চলমান চাহিদার কথা মাথায় রেখে ক্রেতাদেরকে নতুন কিছু দেয়ার চেষ্টা করি সবসময়। এই গরমে এবারের বিষয় হিসেবে আমরা কর্মক্ষেত্রে নারীদের পোশাক নিয়ে চিন্তা করেছি। তাদের জন্য সময় উপযোগী অফিশিয়াল নতুন কালেকশন এনেছি।  
অফিশিয়াল পোশাকের জন্য কাপড়, ডিজাইন, নতুনত্ব কারুকাজ , রং, প্রিন্ট সব বিষয়েই গুরুত্ব দিয়েছে লা রিভ।
তিনি জানান, গরমে আরামের কথা মাথায় রেখে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। অন্যান্য কাপড়ের মধ্যে শিফন, নেটিং, লিনেন, মসলিন কটন, লিক্র্যা, সাটিন কম্বো এবং ভয়েল বেশ আরামদায়ক। তাই এসব কাপড়ই বেছে নেয়া হয়েছে।  
'নাইন টু নাইন' কালেকশনে নারীদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, টিউনিক এবং প্যান্ট।  
নারীদের পাশাপাশি 'নাইন টু নাইন' কালেকশনে বর্তমান ট্রেন্ড ধরে রেখে ছেলেদের জন্য রয়েছে ফরমাল শার্ট, ফুল শার্ট, হাফ শার্ট, পোলো টিশার্ট, প্যান্ট ইত্যাদি।
২০০৯ সালে যাত্রা শুরু করা লা রিভের বর্তমানে ঢাকার বাসাবোতে আগমন সিনেমা কমপ্লেক্সে ফ্ল্যাগশিপ স্টোরসহ বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ এবং সিলেটে রয়েছে মোট ১৩টি আউটলেট।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।