জেনে নিন:
এক চামচ বেকিং সোডার হালকা গরম পানিতে মেশান। এগুলো ফল ও সবজি পরিষ্কারের দারুণ উপকরণ।
বাসনের কালচে বা হলুদ দাগ দূর করতে বেকিং সোডা কার্যকর উপাদান। সরাসরি সোডা নিয়ে বাসন মাজুন।
একটি ছোট পাত্রে ১ চা চামচ বেকিং সোডা নিয়ে ফ্রিজে রেখে দিন, গন্ধ দূর হবে।
এক টেবিল চামচ বেকিং সোডা গরম পানিতে নিয়ে ধাতব ট্যাপ বা বেসিন পরিষ্কার করে নিতে পারবেন।
এক টুকরা ভেজা স্পঞ্জে কিছুটা বেকিং সোডা নিয়ে সেটা দিয়ে ফার্নিচার পরিষ্কার করুন। ফার্নিচার ঝকঝকে হবে।
এক কাপ ভিনেগারের সঙ্গে এক কাপ বেকিং সোডা মেশান। মরচে পড়া যেকোনো উপরিতলে এটা ঘষলে মরিচা চলে যাবে।
যে সব খেলনা বা বাসন প্লাস্টিকের তৈরি সেগুলো পরিষ্কার করতে পানির সঙ্গে বেকিং সোডা ব্যবহার করুন।
এক টেবিল চামচ বেকিং সোডা পানিতে নিয়ে সাদা কাপড় ধুলে উজ্জ্বলতা বাড়বে।