এছাড়া আমাদের শরীরের উচ্চ রক্তচাপ, কোলেস্টরেলের মাত্রা, হৃদরোগের ঝুঁকি, রক্তে গ্লুকোজের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে নিয়মিত চকলেট খেলে।
অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর চকলেট বয়সের ছাপকে থামিয়ে রাখতে সাহায্য করে।
চকলেট ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ভাঁজ পড়া দূর হয় এবং দাগ ও লালচে ভাব দূর করে।
সব ধরনের ত্বকের জন্য উপকারী চকলেট। ডার্ক চকলেট ত্বকের কোমলতা ধরে রাখে এবং একে মসৃণ করে।
কোন ত্বকে কেমন চকলেট মাস্ক:
তৈলাক্ত ত্বকে
গলানো চকলেট ২ টেবিল চামচ, বেসন ১ চা-চামচ ও টকদই ১ চা-চামচ মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
শুষ্ক ত্বকের জন্য
মাখন অথবা অলিভ অয়েল ১ চা-চামচ, গলানো চকলেট ১ টেবিল চামচ ও দুধ মিশিয়ে মুখে লাগান।
স্বাভাবিক ও মিশ্র ত্বকে
গলানো চকলেট ও দুধ মিশিয়ে ব্যবহার করুন।
স্পর্শকাতর ত্বকের জন্য
২ টেবিল চামচ গলানো চকলেটের সঙ্গে ১ চা-চামচ সয়াবিন গুঁড়া মিশিয়ে মুখে লাগান।
চকলেট মাস্ক মুখে মেখে ১৫-২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে নিন।
সপ্তাহে একবার করে চকলেট মাস্ক ব্যবহার করুন, আর নিজেকে আয়নায় নতুন রূপে আবিষ্কার করুন।