ভারতের বিশেষজ্ঞ ও গবেষকরা জানিয়েছেন, ফ্যাশনের অনুসঙ্গ হিসেবে আপনি রূপা কেন ব্যবহার করবেন এমন ছয়টি কারণ। আসুন জেনে নেওয়া যাক…
স্বর্ণের গহনার অনুরূপ:
রূপার গহনা বানাতে খরচ অনেক কম হয়।
মিলিয়ে পড়া যায়:
আগেকার দিনে সোনা ও রূপা একসঙ্গে পড়ার কথা ভাবাই যেতো না। সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে বিভিন্ন ফ্যাশন স্টোরগুলোতে সোনা ও রূপা মিলিয়ে গহনা তৈরির একটি ট্রেন্ড দেখা যায়। বিভিন্ন সেলিব্রেটিরাও এটি ভালোভাবেই গ্রহণ করছেন।
হাল ফ্যাশনে পরিবর্তন:
বর্তমান সময়ে ব্যবহারকারীরা উপজাতীয় গহনার ডিজাইন বেশি পছন্দ করছেন। দুল, রিং, নেকলেস, ঝুমকার ডিজাইনে এসেছে পরিবর্তন। রুপা দিয়ে খুব সহজেই ডিজাইনগুলো বানিয়ে নেওয়া যায়।
পছন্দ মতো পাথর বসানো:
সোনার তুলনায় যেকোনো ধরনের পাথর খুব সহজেই এতে বসিয়ে ফেলা যায়। কাজেই রূপাতে আপনার পছন্দ মতো পাথর বসিয়ে নিতে কোনো সমস্যা হবে না।
চিন্তামুক্ত থাকুন:
সোনার গহনা বাসায় রাখতে অনেকেই চান না কিন্তু রূপার গহনা আপনি বাসাতেই রেখে দিতে পারেন। চুরির ভয় কম। লুকিয়ে রাখার ঝামেলা নেই।
আকর্ষণীয় লুক:
বিভিন্ন অনুষ্ঠানে রূপার গহনা সহজেই আপনার চেহারার সৌন্দর্য বাড়িয়ে তুলবে। উৎসবের দিনগুলোতে রূপার ঝুমকা কিংবা উপজাতীয় নেকলেস আপনাকে বাড়তি আকর্ষণ এনে দিতেই পারে।
বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএসএ/আইএ