ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ত্বকের অতিরিক্ত শুষ্কতায় ভুগছেন?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
ত্বকের অতিরিক্ত শুষ্কতায় ভুগছেন? শুষ্ক ত্বক

শীতের মধ্য প্রহর চলছে এখন। আর এ কারণেই ত্বকের অবস্থাও অনেকের নাজেহাল। যাদের এতোদিন তৈলাক্ত ত্বক ছিলো, তারা শুষ্কতায় ভুগতে শুরু করেছেন। আর যাদের ত্বক এমনিই শুষ্ক, তাদের অবস্থা তো বলার বাইরে।

এ ক্ষেত্রে কিছু ঘরোয়া টিপস অনুসরণ করলে খানিকটা রেহাই পেতে পারেন আপনি-

এক.
মুখ পরিষ্কার করতে হাল্কা গরম পানি ব্যবহার করুন। বেশি গরম পানি ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে শুষ্ক হয়ে পড়ে।

এছাড়া যারা গোসলে বেশি সময় ব্যয় করেন তারা সময়টা কমিয়ে পনেরো মিনিটে নিয়ে আসুন।

দুই.
একদম মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন, যেটি বিশেষভাবে শুষ্ক ত্বকের জন্য তৈরি করা হয়েছে।

তিন.
মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় রা রেখে নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন। এতে মুখ বেশ নরম ও মোলায়েম থাকবে।
চার.
মুখ মোছার পর পরই ভারি কোনো ময়েশ্চারাইজিং ক্রিম লাগিয়ে ফেলুন। এতে করে ত্বক বেশ খানিকটা সময় মোলায়েম থাকবে।
আপনি চাইলে এক্ষেত্রে জলপাই তেল, বাদাম তেল কিংবা সর্বজনবিদিত নারিকেল তেলও ব্যবহার করতে পারেন।

পাঁচ.
বাড়ির বাইরে বের হলেই ছোট একটি কৌটাতে অল্প একটু ময়েশ্চারাইজার ভরে নিয়ে যান। যখনি মনে হবে মুখ বেশ শুষ্ক লাগছে, তখন মুখ হালকা পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

বাংলাদেশ সময় ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
বিএটি/আরএ                                                                                                                   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।