ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চায়ের আড্ডায় কোকোনাট ম্যাকারুনস

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
চায়ের আড্ডায় কোকোনাট ম্যাকারুনস চায়ের আড্ডা

‘ড্যান কেক’ টিফিনের জন্য শিশুদের কাছে দারুণ প্রিয়। বিভিন্ন স্বাদের কেকের পাশাপাশি ড্যান কেক সম্প্রতি নতুন এই পণ্যটি বাজারে এনেছে কোকোনাট ম্যাকারুনস। 

ড্যান কেক পরিবারের কোকোনাট ম্যাকারুনস-এর পরিচিতির জন্য বেসরকারি রেডিও স্টেশন কালারস এফএম ১০১.৬ রাজধানীর একটি হোটেলে বুধবার চায়ের আড্ডার আয়োজন করে।  

আড্ডায় উপস্থিত ছিলেন সফল নারী গীতিআরা সাফিয়া চৌধুরী।

অন্যান্য অতিথিদের মধ্যে আরও ছিলেন ড্যান কেক-এর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট - মিনহাজ হোসেন, কালারস এফএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা - নাজিম ফারহান চৌধুরী এবং হেড অফ অপারেশনস - তাসনুভা আহমেদ।

ড্যান কেকের পক্ষ থেকে ব্র্যান্ড ম্যানেজার ইরাম আল জামান বলেন, ফিলিপাইনস থেকে নারিকেল আমদানি করে তৈরি করা হচ্ছে কোকোনাট ম্যাকারুনস। ছোটদের সঙ্গে সঙ্গে এটি বড়দের চায়ের আড্ডায়ও সবার মন জয় করবে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।