ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

রঙ বাংলাদেশের ২৩

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
রঙ বাংলাদেশের ২৩ রঙ বাংলাদেশ

চার তরুণ বন্ধু মিলে টুকটাক কাজ করতে করতেই পরিকল্পনা। আর তা বাস্তব রূপ পায় ১৯৯৪ সালের ২০ ডিসেম্বর। যাত্রা শুরু করে  ‘রঙ’  নারায়ণগঞ্জের চাষাড়ার সান্তনা মার্কেটের ছোট্ট পরিসরে। 

দেশের ফ্যাশনপ্রিয় মানুষের ভালোবাসায় নারায়ণগঞ্জ থেকে ক্রমশ ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের অন্যত্রও শাখা বিস্তার করে। সময়ের ব্যবধানে চার থেকে হয় এক।

 

দেশজুড়ে ছড়িয়ে থাকা ‘রঙ’ অনুরাগীদের সমর্থন আর ভালোবাসাকে শ্রদ্ধা জানাতে সৌমিক দাসের পরিচালনায় ২০১৫ তে আত্মপ্রকাশ করে ‘রঙ বাংলাদেশ’।  

দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য পোশাকের মাধ্যমে তরুণ সমাজের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে রঙ বাংলাদেশ।  

২৩ বছর পূর্তিতে গবেষক( ক্রাফট এন্ড টেক্সটাইল) ডিজাইনার চন্দ্র শেখর সাহা, প্রতিষ্ঠানটির কর্ণধার সৌমিক দাসসহ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটেন।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।