ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কর্মক্ষেত্রে যা করা উচিৎ নয়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
কর্মক্ষেত্রে যা করা উচিৎ নয় ছবি-সংগৃহীত

আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো বদভ্যাস রয়েছে। সেটি বাড়িতে হোক কিংবা কর্মক্ষেত্রে। দিনের বড় একটা অংশ যেহেতু আমরা কর্মক্ষেত্রেই পার করি, সুতরাং বদভ্যাসগুলো না বদলালে নিন্দা এবং উপহাসের পাত্র হতে হবে এটিই স্বাভাবিক।

ক্ষেত্রগুলো কী কী, তা হয়তো অনেকেই জানিনা। তাদের জন্যেই আজকের এ ফিচার।

১। কাজে দেরি করে আসা খুবই খারাপ অভ্যাস। সময়মত অফিসে আসার চেষ্টা করুন, পারলে কিছু সময় আগেই এসে পড়ুন। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে কাজে বসতে পারবেন।

২। প্রত্যেক মিটিং এ ১০ মিনিট পরে উপস্থিত হয়ে আপনি কিন্তু নিজেকেই ছোট করছেন। মিটিং এর কাগজপত্র গুছিয়ে আগেই উপস্থিত হন।

৩। অসুস্থতার অজুহাত দেওয়া খুবই বিরক্তিকর একটি অভ্যাস। কাজ করতে ইচ্ছে না হলে কিংবা কোনো সমস্যা থাকলে বসকে খুলে বলুন। অসুস্থতার মিথ্যে অজুহাত দিয়ে নিজেকে নিজেই তিরস্কার করছেন আপনি।
৪। ডেস্কে পারতপক্ষে খাবার না খাওয়াই উত্তম। তবুও যদি আপনার কর্মক্ষেত্রে এমনই সিস্টেম থাকে তাহলে চেষ্টা করবেন গন্ধযুক্ত খাবার না খাওয়ার। যেমন- পেঁয়াজ, রসুন, মাছ, সেদ্ধ ডিম ইত্যাদি।

৫। নেতিবাচকতা কোনো সময়ই সুখকর নয়। জীবনের সব ক্ষেত্রে নেতিবাচকতা থেকে দূরে থাকুন।

৬। কর্মক্ষেত্রে কোনভাবেই অলস হওয়া যাবে না। এতে আপনি সহকর্মীদের চোখে তো বটেই, নিজের ক্যারিয়ারের গতিও নিম্নে নামিয়ে ফেলছেন। প্রোডাক্টিভ থাকুন সর্বদা।

৭। গুরুত্বপূর্ণ মিটিং এর সময় সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া কিংবা ছবি আপলোড করা খুব কুরুচিপূর্ণ। এ কাজ থেকে অবশ্যই দূরে থাকবেন।

৮। ক্যারিয়ারে আপনি যদি এমন একটি ভাব নিয়ে থাকেন যে- আপনি সব জানেন, তাহলে আপনি বেশ বড় ভুল করছেন। সব সময় সিনিয়র সহকর্মীদের সাহায্য নিন। এতে আপনি তাদের আস্থাভাজন হয়ে উঠবেন। এরইসঙ্গে, অযথা চিৎকার–চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করবেন না।
 
৯। অনেক নারীদের দেখা যায় যে- নিজ ডেস্কে বসেই তারা মেকআপ করছেন কিংবা চুল আঁচড়ে মুখে পাউডার লাগাচ্ছেন। এমন আচরণ খুবই লজ্জাজনক। যে কোনো প্রয়োজনে আপনি রেস্টরুমে যেতে পারেন।

১০। ব্যক্তিগত জীবনে দুঃখ-দুর্দশা কিংবা রাজনৈতিক ব্যাপারে আলোচনা করার স্থান মোটেও কর্মক্ষেত্র নয়। কারো সঙ্গে কিছু আলোচনা করার হলে অবশ্যই কর্মক্ষেত্রের বাইরে গিয়ে করুন। তা না হলে পরিবেশ দূষিত হবে ভীষণভাবে।

কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে হলে অবশ্যই উপরোক্ত বিষয়গুলো প্রাধান্য দেবেন। অন্যের সাজ-পোশাক দেখে সমালোচনা করা কিংবা ব্যক্তিগত ফোন কলে সারাদিন পার করে দেওয়া এমন অভ্যাস থেকে থাকলে আজ থেকেই সেটি বদলে ফেলার কিংবা বাদ দেওয়ার চেষ্টা করুন। দিনের অনেকটা সময় কাটে, এমন স্থানে নিশ্চয়ই আপনি নিন্দনীয় হতে চাবেন না?

বিএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।