চলুন দেখে নেই শ্যাম্পুর কয়েকটি প্রাকৃতিক বিকল্প-
বেকিং সোডা
এক কাপ পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা মেশান। ভেজা চুলে লাগান এবং আগাগোড়া ভালোমত ঘষুন।
রিঠা
সারারাত পানিতে রিঠা ভিজিয়ে রাখুন। এটি নরম হয়ে সেদ্ধ করতে দিন। অতঃপর ছাঁকনি দিয়ে ছেঁকে ঠাণ্ডা করে পরিষ্কার পাত্রে জমা করুন। এখন যতবার ইচ্ছা ততবার এটি দিয়ে চুল পরিষ্কার করুন। চাইলে এর সঙ্গে আমলা ও শিকাকাই মেশাতে পারেন। তাতে চুল পরিষ্কার হওয়ার পাশাপাশি চুলের খুশকি দূর হবে এবং চুল লম্বা হবে।
অ্যাপল সিডার ভিনেগার
আধা কাপ অ্যাপল সিডার ভিনেগারের সঙ্গে আধা কাপ পানি মেশান। চুল ধোঁয়ার পর কন্ডিশনার হিসেবে এটি ব্যবহার করতে পারেন। এতে চুলের জট কমবে, চুল নরম হবে এবং চুলের পিএইচ ব্যালেন্স রক্ষা হবে।
লেবুর রস
চুল ধোঁয়ার পরে অ্যাপল সিডার কন্ডিশনার যদি খুব বেশি তৈলাক্ত মনে হয় তবে নিশ্চিন্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে করে চুল ঝলমলে ও উজ্জ্বল হবে।
মধু
চুল খুব বেশি শুষ্ক মনে হলে নিশ্চিন্তে মধু ব্যবহার করতে পারেন। এটি চুলকে নরম করার পাশাপাশি প্রাণবন্ত করে তুলবে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বিএটি/আরআর