ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মাসে আধা কেজি বেকিং সোডা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
মাসে আধা কেজি বেকিং সোডা বেকিং সোডা

বেকিং সোডা আমাদের ত্বকের সৌন্দর্য ধরে রাখে, ব্রণ ও বণের দাগ দূর করে, রোদে পোড়া ভাব কমিয়ে ত্বক উজ্জ্বল করে, শীতে ত্বক পরিষ্কার ও মসৃণ করে। এসব তো আমরা জানিই কিন্তু এর বাইরেও বেকিং সোডার রয়েছে অনেক গুণ।

জেনে নিন: 
•    ইউরিক এসিড জমে পা ফুলে যায়, পায়ের ব্যথায় কষ্ট পেলে সমাধান হতে পারে একগ্লাস পানিতে এক চা চামচ বেকিং সোডা। এই পানীয় নিয়মিত পান করলে ব্যথা দূর হবে 

•    এক চামচ বেকিং সোডার হালকা গরম পানিতে মেশান।

এগুলো ফল ও সবজি পরিষ্কারের দারুণ উপকরণ। ময়লা ও কীটনাশক দূর করবে এটি।

•    বাসনের কালচে বা হলুদ দাগ দূর করতে বেকিং সোডা কার্যকর উপাদান। সরাসরি সোডা নিয়ে বাসন মাজুন।

•    একটি ছোট পাত্রে ১ চা চামচ বেকিং সোডা নিয়ে ফ্রিজে রেখে দিন, গন্ধ দূর হবে।

•    এক টেবিল চামচ বেকিং সোডা গরম পানিতে নিয়ে ধাতব ট্যাপ বা বেসিন পরিষ্কার করে নিতে পারবেন।

•    এক টুকরা ভেজা স্পঞ্জে কিছুটা বেকিং সোডা নিয়ে সেটা দিয়ে ফার্নিচার পরিষ্কার করুন। ফার্নিচার ঝকঝকে হবে।

•    এক কাপ ভিনেগারের সঙ্গে এক কাপ বেকিং সোডা মেশান। মরচে পড়া যেকোনো জায়গায় এটা ঘষলে মরিচা চলে যাবে।

•    যে সব খেলনা বা বাসন প্লাস্টিকের তৈরি সেগুলো পরিষ্কার করতে পানির সঙ্গে বেকিং সোডা ব্যবহার করুন।

•    এক টেবিল চামচ বেকিং সোডা পানিতে নিয়ে সাদা কাপড় ধুলে উজ্জ্বলতা বাড়বে।  

বেকিং সোডার এত ধরনের ব্যবহার, তো মাসের বাজারের সময় মনে করে অন্য আইটেমের সঙ্গে আধা কেজি বেকিং সোডাও লিখে নিন।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।