ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

প্রতিদিন আপেল সিডার ভিনেগার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
প্রতিদিন আপেল সিডার ভিনেগার আপেল সিডার ভিনেগার


যেকোনো শারীরিক সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই প্রথমেই ওষুধের ওপর নির্ভর না করে আস্থা রাখুন প্রকৃতির ওপর। আমরা তো জানি প্রতিদিন একটি ‍আপেল খেলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু জানেন কি? আপেল দিয়ে তৈরি আপেল সিডার ভিনেগারের রয়েছে আরও অনেক বেশি উপকারিতা। 

রাতে ঘুমানোর আগে ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার আধা কাপ পানির সঙ্গে মিশিয়ে পান করলে যে উপকারগুলো আমরা পেতে পারি:  

•    দেহের ওজন কমে, এটি রক্তের শর্করা কমাতে সাহায্য করে 
•    নিয়মিত ভিনেগার গ্রহণ করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে 
•    হৃৎপিণ্ড সুস্থ থাকে
•    ত্বকের পি এইচের মাত্রা নিয়ন্ত্রণ করে
•    ঘামের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া প্রতিহত করে
•    কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়াসহ অন্ত্রের অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় 
•    পা ব্যথা, পেট খারাপ, গলা ব্যাথা, সাইনাসের চিকিৎসায়ও কাজে দেয় আপেল সিডার ভিনেগার।  


এক টেবিল চামচ পরিমাণ আপেল সিডার ভিনেগারে ১ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৭ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, ১.২ মিলিগ্রাম ফসফরাস এবং ১০.৮ মিলিগ্রাম পটাশিয়াম আছে, কোনো প্রকার চর্বি ও আমিষ নেই |

এছাড়াও আপেল সিডার ভিনেগার আপেলের একটি ফার্মেন্টেড জুস এতে রয়েছে এসিটিক এসিড, ভিটামিন বি এবং ভিটামিন সি৷  

সব সুপার শপেই এটি পাওয়া যায়, এক হাজার টাকা লিটার(কোম্পানি ভেদে কম বেশি হতে পারে)।

  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।