ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৬, মে ২৫, ২০১৮
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন  সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন 

পবিত্র রমজানের শিক্ষা সঠিকভাবে পালন করতে বায়তুল আমান হাউজিং সোসাইটি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের নিয়ে সম্প্রতি লা মেরিডিয়ান ঢাকার গ্র্যান্ড বলরুমে আয়োজন করা হয় এক ইফতার মাহফিলের। 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। আরও ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান আমিন আহমেদ (বেস্ট হোল্ডিংস লিমিটেড, লা মেরিডিয়ান ঢাকার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান)।

লা মেরিডিয়ান ঢাকা প্রতিবছর রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এধরনের ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এবার বায়তুল আমান হাউজিং সোসাইটি মাদ্রাসা ও এতিমখানার প্রায় ২০০ শিশুদের নিয়ে এ আয়োজনটি করা হয়।  

লা মেরিডিয়ান ঢাকা কর্তৃপক্ষ এই আয়োজন করতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।