যেভাবে খুব সহজে পেডিকিওর-মেনিকিওর করবেন:
• প্রথমে নখে নেইল পলিশ থাকলে তুলে নিন
• এবার নখগুলো পছন্দমতো শেপে কেটে নিন
• নখে ক্রিম লাগিয়ে পাত্রে গরম পানিতে শ্যাম্পু, লবণও লেবুর রস মিশিয়ে তাতে হাত-পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন
• তোয়ালে দিয়ে হাত-পা মুছে নিন।
• নখে ক্রিম দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন।
• হাত-পায়ে ক্রিম ম্যাসাজের পর চালের গুঁড়া, চিনি, লেবুর রস মিশিয়ে স্ক্র্যাব দিয়ে ঘষে মৃত কোষ তুলে ফেলুন
• তারপর বাফার দিয়ে নখের ওপর লেগে থাকা ময়লা ঘষে পরিষ্কার করুন।
• মুলতানি মাটি মধু এবং গোলাপ জলের পেস্ট তৈরি করে হাত-পায়ে মেখে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন।
• হাত-পা মুছে ময়েশ্চারাইজিং লোশন লাগিয়ে নিন।
ঈদের নতুন পোশাকের সঙ্গে পরিষ্কার, সুন্দর, কোমল হাত-পা অন্যের সামনে আমাদের সৌন্দর্যের সঙ্গে রুচিও তুলে ধরবে।