ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বৃষ্টির সন্ধ্যায় সবজি পাকোড়া 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
বৃষ্টির সন্ধ্যায় সবজি পাকোড়া  সবজি পাকোড়া 

বৃষ্টির দিনে সন্ধ্যায় চায়ের সঙ্গে তৈরি করুন মচমচে দারুণ মজার সবজি পাকোড়া। 

উপকরণ

গাজর কুঁচি আধা কাপ, আলু কুচি আধা কাপ, পেঁপে গ্রেট-এককাপ, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আধা সেদ্ধ নুডলস ১ কাপ, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, ডিম ১টি, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, ময়দা ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ভাজার জন্য তেল পরিমাণমতো।

প্রণালী

সব উপকরণ নিয়ে ডিম ফেটে ভালোভাবে মেখে গরম ডুবোতেলে পাকোড়াগুলো ভেজে তুলুন।

 

পছন্দের সস এবং সালাদের সঙ্গে গরম গরম মচমচে সবজি পাকোড়া পরিবেশন করুন।


বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।