ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সাজের ১০ ধাপ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
সাজের ১০ ধাপ রাবা খানকে সাজাচ্ছেন বিউটি এক্সপার্ট ফারনাজ

সাজতে সবাই পছন্দ করেন। কিন্তু পারফেক্ট সাজের ধাপগুলো না জানায় অনেক সময়ই সাজার পরও পরিপূর্ণ সৌন্দর্য ফুটে ওঠেনা। খুব সহজে সবচেয়ে সুন্দর লুক কীভাবে পেতে পারি তার বিস্তারিত জানিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও, বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

বাংলানিউজের বিশেষ এই আয়োজনে বিউটি এক্সপার্ট ফারনাজ সাজিয়েছেন সবার প্রিয় রাবা খানকে। ছবি তুলেছেন বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট রাজীন  চৌধুরি।

সাজের ধাপগুলো জেনে নিন:
স্টেপ ১
প্রথমে মুখটাকে ভালভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন। স্কিনে
সেট হওয়ার জন্য ২/৩ মিনিট অপেক্ষা করুন।
স্টেপ ২
তারপর ফাউন্ডেশন লাগিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে তার ওপর কমপ্যাক্ট পাউডার
লাগিয়ে নিন।
রাবা খানকে সাজাচ্ছেন বিউটি এক্সপার্ট ফারনাজ

স্টেপ ৩
এরপর চোখের পাতায় আইশ্যাডো লাগিয়ে নিন এবং আইশ্যাডো লাগানোর সময়
আপনার অবশ্যই মনে রাখতে হবে আইশ্যাডো কালার যেন ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়।
স্টেপ ৪
আইশ্যাডো লাগানোর পরে চোখের ওপর গ্লিটার, তারপর মাশকারা দিয়ে চোখটাকে
আরও সুন্দর করে সাজিয়ে নিন।  
স্টেপ ৫
আইশ্যাডো দেওয়ার পর আইল্যাশ, আইলাইনার দিয়ে চোখের সাজ শেষ করতে হবে।
স্টেপ ৬
এরপর আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো দুটোকে সেপ করে একে নিয়ে তারপর ব্রাউন
কালার আইব্রো পেন্সিল দিয়ে এঁকে নিন।
স্টেপ ৭
এরপর ঠোঁটের সাঁজ। ঠোঁট দুটো যেন বেশি আকর্ষণীয় লাগে সেজন্য প্রথমে লিপ
পেন্সিল দিয়ে ঠোঁট দুটো এঁকে নিন। তারপর লিপস্টিক লাগিয়ে ওপরে লিপগ্লজ
লাগিয়ে নিলে অনেক সুন্দর লাগবে।
রাবা খানকে সাজাচ্ছেন বিউটি এক্সপার্ট ফারনাজ

স্টেপ ৮
এই স্টেপে গিয়ে আপনার মুখে ব্লাশন লাগিয়ে কন্টর করে হাইলাইটার দিয়ে আপনার মেকআপ লুক কমপ্লিট করুন।
স্টেপ ৯
আপনার মেকআপ শেষ করে চুল বেধে নিতে পারেন। যদি পার্টি মেকআপ হয়
তাহলে চুলগুলোকে খোলা রাখতে পারেন বা হাল্কা কার্ল করতে পারেন।
স্টেপ ১০
সবশেষে মেকআপ স্থায়ী করতে সেটিং স্প্রে লাগিয়ে মেকআপ সেট করে
নিতে পারেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।