ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে দড়ি দিয়ে বাড়ি সাজাই 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, আগস্ট ১৪, ২০১৮
ঈদে দড়ি দিয়ে বাড়ি সাজাই  দড়ি দিয়ে তৈরি

ঈদুল আজহা (কোরবানির ঈদ) চলে এলো। এই ঈদে ঘরের লুকে ভিন্নতা আনতে চান? বেছে নিন দেশীয় এতিহ্যের পাটের দড়ি। খুব কম খরচে, বদলে দিন বাড়ির চেহারা। 

কীভাবে, কোথায় ব্যবহার করবেন দড়ি: 

ফুলদানি
ঘরে পুরোনো পানির বোতল ধুয়ে শুকিয়ে নিন। এবার দড়ি আঠা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বোতলের চারদিকে আটকে দিন।

এবার শুকিয়ে পছন্দমতো ফুল রাখুন।  

দড়ি দিয়ে তৈরিপার্টিশন
ড্রয়িংরুম আর ডাইনিং রুম একসঙ্গে? একটু মোটা রঙিন দড়ি ওপর থেকে ঝুলিয়ে দিন। হয়ে গেল, সুন্দর নান্দনিক পার্টিশন! 

দড়ি দিয়ে তৈরিমেঝে
মেঝেতে দিতে পারেন চিকন দড়ির শতরঞ্জি।  

দড়ি দিয়ে তৈরিদোলনা 
বারান্দায় একটু জায়গা আছে, কাঠ দিয়ে বসার সিট তৈরি করুন। এবার মোটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ঝুলিয়ে রাখুন।  

দড়ি দিয়ে তৈরি

মোড়া 
গাড়ির পুরোনো টায়ার দিয়ে তৈরি করে নিন সুন্দর বসার মোড়া।  


এভাবে ঘরের বিভিন্ন জায়গায় নিজেই ছোট ছোট কিছু শোপিস তৈরি করে রাখতে পারেন।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।