ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শারদীয় অফার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
শারদীয় অফার শারদ সাজে

শারদ সাজে সাজবে নারী, মুগ্ধ চোখে দেখবে সবাই। সেই সাজের জন্য চাই সঠিক পরিচর্যা আর বিশেষ দিনগুলোতে ঠিকঠাক সাজ।

শারোদীয় দুর্গাৎসব উপলক্ষে নিজেকে সাজান উৎসবের রঙে। বিশেষ উৎসবে নারীদের সাজাতে ওমেন্স ওয়ার্ল্ড  দিচ্ছে  এক অবিশ্বাস্য অফার!
 
সৌন্দর্য সচেতন নারীরা ওমেন্স ওয়ার্ল্ডে পাচ্ছেন মেকওভারের প্যাকেজ।

পুরো অক্টোবর মাস জুড়েই ফেসিয়াল, হেয়ার কাট, পেডিকিওর, মেনিকিওর, হোয়াইটিনিং, মেকআপ, হেয়ার সেটিং,শাড়িপরা, আইল্যাশ সবই পাবেন আকষর্ণীয় মূল্যে। প্যাকেজ শুরু মাত্র ১৪২৫ টাকা থেকে।  
 
প্যাকেজসহ অন্যান্য সেবা পেতে বুকিং এর জন্য যোগাযোগ:
গুলশান সিগনেচার ব্র্যাঞ্চ ০১৭৩৩২২৬১৫৭, বনানী ০১৭৩৩২২৬১৫২, উত্তরা ০১৭৩৩২২৬১৫৩, কাকরাইল ০১৭৩৩২২৬১৫৪ এবং ধানমণ্ডি ০১৭৩৩২২৬১৫৫, মিরপুর ০১৭৩৩২২৬১৫৬।  

জারা 

বিশেষ দিনে জারায়ও ছাড়
শারদীয় জারা’স বিউটি লাউঞ্জ সব সময় আছে আপনাদের পাশে। পূজা উপলক্ষে জারা গ্রাহকদের জন্য দিয়েছে রূপচর্চায় প্যাকেজ অফার। বিভিন্ন প্যাকেজে রয়েছে নানা রকম ফেসিয়াল, মেনিকিওর- পেডিকিওর, আইভ্রু প্ল্যাক, আপার লিপ থ্রেডিং, ফুলবডি সাইনিং, স্টিমবাথ, হেয়ার স্পা ইত্যাদি।  

আর এসব প্যাকেজসেবা নিতে পারবেন ৯৯৯ টাকা থেকে ১৫শ টাকার মধ্যে।  

যোগাযোগ: আহমেদ ও কাজী টাওয়ার, বাড়ি- ৩৫, রোড- ২, লেভেল সিক্স, ধানমন্ডি, ঢাকা।

বাংলাদেশ সময় : ১৬১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।