ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

প্রেম'স কালেকশন চট্টগ্রামে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
প্রেম'স কালেকশন চট্টগ্রামে  ফ্যাশন হাউস প্রেম'স কালেকশনের শোরুমে

বর্ণিল আয়োজনে চট্টগ্রামের ইউনুস্কো সিটি সেন্টারের ৬ষ্ঠ তলায় উপমহাদেশের জনপ্রিয় ফ্যাশন হাউস প্রেম'স কালেকশনের শোরুমের উদ্বোধন করলেন শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান। 

এ উপলক্ষে বুধবার শোরুমটিতে বসে তারার মেলা। শাকিব খান,  জয়া আহসান এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ ঐশীর সঙ্গে উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই’র পরিচালক ও বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা, প্রেম’স কালেকশনের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি।

 

... শুভেচ্ছা বক্তব্যে প্রেম বম্বানি বলেন, চট্টগ্রামের ফ্যাশন সচেতনদের জন্য শোরুম করার ইচ্ছা আমার দীর্ঘদিনের। এখানকার অনেকেই ঢাকায় এবং বিদেশে গিয়ে আমার ডিজাইন করা পোশাক বেশি দামে ক্রয় করেন। এখন থেকে আপনার শহরেই প্রেম’স কালেকশনে এক্সক্লুসিভ সব ডিজাইনের পোশাক।  

বিশেষ করে করে বিয়ের শাড়ি, লেহেঙ্গা, গাউন ও শেরওয়ানীর বিশাল সম্ভার নিয়ে যাত্রা করেছে প্রতিষ্ঠানটি।  

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।