বিয়ে জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, স্মৃতি ধরে রাখা ছবি বা ভিডিও অথবা বিয়ের অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলার বিভিন্ন ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে ১১ নভেম্বর ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হলো ‘ওয়েডিং ডায়েরি’ প্রদর্শনী।
স্মৃতিময় বিয়ের অনুষ্ঠানকে কতটা আকর্ষণীয় করে উপস্থাপন করা যায় সেই মিশন নিয়েই আজ থেকে ৫ বছর আগে যাত্রা শুরু করেছিলেন ‘ওয়েডিং ডায়েরি’র কর্ণধার ও সুপরিচিত ফটোসাংবাদিক প্রীত রেজা।
এই প্রদর্শনীর মাধ্যমে প্রতিষ্ঠানটি শুধুমাত্র ফটোগ্রাফি নয়, ওয়েডিং প্লানার হিসেবে আত্মপ্রকাশ করছে বলে বাংলানিউজকে জানান প্রীত রেজা ।
দৃষ্টিনন্দন এই প্রদর্শনীতে বিয়ে বাড়ির চমৎকার আবহ তৈরি করা হয়েছে। সানাই বাজছে রয়েছে ব্যান্ড পার্টিরও ব্যবস্থা।
আর অতিথিদের আপ্যায়ন? কুপন ড্র এর মাধ্যমে ভাগ্যবান বিজয়ী পাবেন একটি প্রোগামে প্রতিষ্ঠানটির সব সেবা সম্পূর্ণ বিনামূল্যে।
সবার জন্য উন্মুক্ত ‘ওয়েডিং ডায়েরি’র প্রদর্শনী চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত।