সেই প্রাচীন কাল থেকেই সৌন্দর্য চর্চা আমাদের জীবন যাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে। আগের দিনে সৌন্দর্য সচেতন মানুষ প্রাকৃতিক উপাদান দিয়েই রূপচর্চা করতেন।
আমরা জানি, ত্বক সুন্দর রাখার প্রথম শর্ত হচ্ছে ত্বক পরিস্কার রাখা। আর এজন্য চাই ক্লিনজার। ঘরে খুব অল্প সময়ে তৈরি করতে পারি ক্লিনজার।
দুধ ১ কাপ, ১ টেবিল চামচ ওলিভ ওয়েল, ১ টেবিল চামচ মধু একটি বোতলে নিয়ে খুব ভালো করে ঝেকে নিন। গোলাপ জল, মধু এবং লেবুর রস মিলিয়েও তৈরি করতে পারেন ক্লিনজার।
বাইরে থেকে ফিরে অথবা রান্নার পরে দিনে দুবার এই ক্লিনজার ব্যবহারে আপনার ত্বক পরিস্কার, সুন্দর আর সতেজ হয়ে উঠবে।
ক্লিনজার তৈরি করে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। তবে ৭ দিনের বেশি এটা ব্যবহার না করে নতুন করে ক্লিনজার তৈরি করে নিন।