ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শীত আসছে...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
শীত আসছে... গাজরের জুস

শীতে সুস্থ থাকতে খাবারের দিকে বিশেষ নজর রাখতে হবে আমাদের। যেমন আইসক্রিম যতই পছন্দের হোক, কাছেও যাওয়া বারণ। আবার গাজর খুব পছন্দের না হলেও এই শীতের তিন-চার মাসে বাজারের তালিকায় নিয়ে নিন। কেন? কারণ নিয়মিত পান করতে হবে গাজরের জুস। 

নিয়মিত গাজরের জুস পানে...

•    ভিটামিন এ ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ গাজর শরীরকে চাঙ্গা রাখে 

•    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 
•    হার্টের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে 
•    খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে
•    শীতকালে ত্বকের আদ্রতা ধরে রাখে
•    কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত থাকে 
•    এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা দেহের অ্যান্টিবডির পরিমাণ বাড়ায় যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে কার্যকরভাবে।

জেনে নিন কীভাবে তৈরি করবেন গাজরের জুস-
উপকরণ: গাজর একটি, মধু এক চা চামচ, আধা গ্লাস পানি।

 

প্রথমে গাজরটি ধুয়ে কুচি করে কেটে নিন।  
গাজর, মধু ও পানি একসঙ্গে ব্লেন্ড করে নিন।  
একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।  

এরপর গ্লাসে ঢেলে পরিবেশন করুন মজাদার স্বাস্থ্যকর গাজরের জুস।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।