ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

৪৫০টির বেশি কাবাব!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
৪৫০টির বেশি কাবাব! কাবাব

ভারতের চেইন রেস্টুরেন্ট ‘দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি’ এবার ধানমন্ডির সাত মসজিড রোডে তৃতীয় আউটলেট চালু করেছে। ৪৫০টির বেশি মজাদার কাবাবের রেসিপি রয়েছে রেস্টুরেন্টটির। 

গত ১৫ নভেম্বর দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরির নতুন শাখা উদ্বোধন করেন বাংলাদেশে রেস্তোরাঁটির ফ্র্যাঞ্চাইজি মালিক এসআর গ্রুপের চেয়ারম্যান জি.এম. সিরাজ।  

জি.এম. সিরাজ বলেন, দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরির খাবারের স্বাদ নিতে ভোজন রসিকরা বারবার আসেন।

ভোজন রসিকদের প্রত্যাশা ও ভালোবাসার কথা মাথায় রেখে নতুন শাখায় চলছে ‘বাই থ্রি গেট ওয়ান’ স্পেশাল অফার।  

দিল্লি, নয়ডা, গৌরগাঁ, আহমেদাবাদ, চেন্নাই, জয়পুর, জালানধার, পুনে, রানচি, ভারানাসি, ব্যাংকক, মসকটসহ বিভিন্ন দেশের বিভিন্ন শহরে রয়েছে ‘দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি’।  


ঠিকানা: ইম্পেরিয়াল আমিন সেন্টারের ৭ম ফ্লোর, হাউস নম্বর ৫৪, রোড নম্বর ১০/এ সাত মসজিড রোড।  

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।