ভালোবাসার মানুষটির সঙ্গে ভালো থাকতে ও তাকে ভালো রাখতে ১২ মাস যা করবেন:
• দিনের শুরু করুন এককাপ চায়ে, সন্ধ্যায় চাই একমগ ধোঁয়া ওঠা কফি। নিজের হাতে তৈরি চা- কফির সঙ্গী করুন প্রিয় সঙ্গীকে।
• সুখী জীবনের গোপন সূত্র, দিনে গুনে গুনে ১০বার ‘ভালোবাসি’ বলুন
• কোনো কারণে অভিমান করলে, সম্পর্কের শীতলতা দূর করতে নিজের ভুল মেনে নিয়ে ক্ষমা চাইতে হবে
• সরাসরি ‘সরি’ বলতে না চাইলে, সঙ্গীর প্রিয় ফ্লেভারের কেকে বড় করে ‘সরি’ লিখে দিন
• সঙ্গী রাগ দেখাচ্ছেন, সঙ্গে সঙ্গে তাকে জবাব না দিয়ে, একটু সময় নিন
• রাগটা কমলে আপনার দিকটা বুঝিয়ে বলুন, আর তার রাগের কারণও জানার চেষ্টা করুন
• কথায়-কথায় কথা বন্ধ, এটা কোনো সমস্যার সমাধান নয়
• প্রিয় মানুষের অভিমান ভাঙাতে একটু নাটকীয়তা হতেই পারে
• একটি ছোট্ট গিফট, অথবা দু’জন শপিং-এ যাওয়া একসঙ্গে, এগুলোও সম্পর্ক সুন্দর ও স্থায়ী করতে সাহায্য করে।
• সঙ্গীর মতামতের গুরুত্ব ও তাকে সম্মান দিন।
একসঙ্গে থাকলে মনোমালিন্য হতেই পারে। কিন্তু তা ধরে রেখে সম্পর্কে তিক্ততা বাড়ানো ঠিক নয়, দুজনকেই উদ্যোগী হতে হবে সু-সম্পর্ক রক্ষায়।
ছবি: রাজীন চৌধুরী
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এসআইএস