একটি সম্পর্ক কেউ ভেঙে দেয়ার জন্য করে না। তবে নানা কারণে সম্পর্কটি ভেঙে যেতেই পারে।
কীভাবে হতে পারে সেই বেরিয়ে আসার পথ:
• চিঠি লেখা, এসএমএস বা ই-মেইল করার চেয়ে ভালো কিছু হতে পারে না। কারণ এর মাধ্যমে তিনি তার অনুভূতির বিশদ বর্ণনা দিতে পারবেন। আবার যিনি বাগ-বিতণ্ডা বা সংঘাত এড়িয়ে চলতে চান, তার জন্যও এটি সবচেয়ে ভালো পদ্ধতি
• ফেসবুক, টুইটার বা এমন সামাজিক যোগাযোগর বিভিন্ন সাইটে মন বিচ্ছেদের স্টেটাস দেয়া ঠিক নয়
• সম্পর্ক ভাঙার সবচেয়ে ভালো পথ হলো ধীরে এবং দৃঢ়ভাবে এগোনো। এর অর্থ হলো সঙ্গীকে বোঝানো যে, আমাদের সম্পর্কটি আর আগের মতো কাজ করছে না। তবে এ ধারণার প্রতি অভ্যস্ত হওয়ার জন্য আপনার সঙ্গীকেও কিছু সময় দিতে হবে
• সব অপরাধের দায় সঙ্গীর কাঁধে চাপাবেন না
• যদি আপনার সঙ্গী খুব আবেগপ্রবণও হয়ে থাকেন, তবু আপনি তার সঙ্গে কোনো মিথ্যা প্রতিজ্ঞা করবেন না
• সঙ্গীর দিকটা বোঝার চেষ্টা করুন। উনিও যাতে আপনার দিকটা বুঝতে পারেন সেই ব্যাপারে সাহায্য করুন
• কোনো ভাবেই অন্যকে হেয় করার জন্য তার এমন কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না, যা তিনি আপনাকে বিশ্বাস করে জানিয়েছিলেন।
সরাসরি কথা বলে সম্পর্কে এমনভাবে ইতি টানুন, যেন কখনো দেখা হলে বা কথা হলে নিজেদের অনন্ত বন্ধু মনে করতে পারেন।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এসআইএস