উপকরণ
• মিষ্টি দই২৫০ গ্রাম
• ফল ৫০০ গ্রাম
• ভাজা শুকনো মরিচ গুঁড়ো ১ টেবল চা চামচ(কিংবা স্বাদমতো)
• লবণ স্বাদমতো
• বিট লবণ স্বাদমতো
• গোল মরিচের গুঁড়া এক চা চামচ
যেভাবে করবেন
মিষ্টি দইয়ে শুকনো মরিচ টেলে তার গুঁড়া মিশিয়ে, লবণ, বিট লবণ, গোল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটে নিয়ে পছন্দের ফল দিয়ে সালাদ করে খেলে শরীরের জন্য খুব ভালো। এ গরমে শরীরকে ঠাণ্ডা করে, শরীরের পানির ঘাটতি পূরণ করবে।
স্বাদ আর পুষ্টিগুণ ঠিক রাখতে এটা বানিয়ে অনেকক্ষণ রেখে দেয়া যাবে না। সঙ্গে সঙ্গেই খেতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসআইএস