ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

স্বাধীনতার গৌরবে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
স্বাধীনতার গৌরবে  লাল-সবুজের স্বাধীনতার পোশাক

বাঙালির অনন্য অহঙ্কারের মাস- মার্চ। স্বাধীনতার গৌরবে মেতে ওঠা উপলক্ষে বাঙালির এই উদযাপন কেবল গল্প, গান,কবিতায় নয় বরং বসনেও। 

জনপ্রিয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ স্বাধীনতা উদযাপনকে অন্য মাত্রা দিতে স্বাধীনতার গান ও বাংলাদেশের পতাকার চিত্র তুলে এনেছে কাপড়ের ক্যানভাসে।  

রং হিসেবে বেছে নেওয়া হয়েছে পতাকার লাল ও সবুজ আর সঙ্গে রয়েছে সাদা, টিয়া ও হলুদ।

 

কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। শিশুদের জন্যও রয়েছে লাল-সবুজের স্বাধীনতার পোশাক।  

আরামদায়ক সূতি কাপড়ে তৈরি পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়াসহ প্রতিটি পোশাকের দামও রাখা হয়েছে সবার সাধ্যের মধ্যে।  


বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।