ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

ওজন কমানোর ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, এপ্রিল ১৭, ২০১৯
ওজন কমানোর ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ওজন কমানোর ওষুধ

আমরা অনেকেই চাই বাড়তি ওজন কমাতে, তবে কষ্ট করতে রাজি নই, খুঁজি সহজ পথ। আর এজন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ারও তোয়াক্কা করি না অনেকেই। 

দেখা গেলো, সোজা গলির ওষুধের দোকানে চলে গেলাম, গিয়ে ওষুধ বিক্রতাকেই বলি ওজন কমানোর ওষুধ দিতে। তার কথা মতোই খেতে শুরু করি ওষুধ।

 

তবে এটা কতটা নিরাপদ, আদৌ ওজন কমে কিনা, পার্শ্বপ্রতিক্রিয়াই বা কী? 

এ বিষয়ে ডাক্তার ওসমান গণি বলেন, ওজন কমানোর দেশি-বিদেশি যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় সেগুলো বিশেষ বিশেষ রোগের জন্যই প্রস্তুত করা। দীর্ঘদিন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ওজন কমানোর ওষুধ খেলে, শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।  

এরমধ্যে অন্যতম কিডনির সমস্যা। মাথাব্যথা, মেজাজ খিটখিটে, বমি বমি লাগা, ঘুম না হওয়া, হৃদরোগ, হজমে সমস্যাসহ হার্ট অ্যাটাকও হতে পারে। তৈরি হতে পারে আসক্তিও।  

শুধু ওষুধের ওপর নির্ভর করলে ওজন কমার সম্ভবনা প্রায় নেই বললেই ভুল হবে না বলেও জানান ওসমান গণি।  

তিনি বলেন, নিয়মিত ব্যায়াম, স্বাভাবিক কাজকর্ম, স্বাস্থ্যকর পরিমিত ডায়েটের মাধ্যমেই কাঙ্ক্ষিত ওজন কমানো সম্ভব।  

সেই সঙ্গে যদি ওষুধের মাধ্যমে ওজন কমাতে চান, তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধের মাত্রা নির্ধারণ করতে হবে।  


বাংলাদেশ সময়: ১৭৪৪ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।