ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

দামি ক্রিমেও যাচ্ছে না চোখের নিচের কালি! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
 দামি ক্রিমেও যাচ্ছে না চোখের নিচের কালি!  চোখের নিচে কালি

চাঁদের গায়ের কালো দাগগুলো যেমন আলো ছাপিয়েও সবার নজরে আসে। তেমনি অনেক সুন্দর মানুষেরও চোখের চারপাশের কালো দাগ থাকলে তা এড়ানোও বেশ কঠিন। 

চোখের চার পাশের এই কালো দাগকে ডার্ক সার্কেল বলে। যাদের এটি রয়েছে তারা অনেক সময়ই অস্বস্তিতে থাকেন এই কালো দাগ নিয়ে।

চেষ্টাও করেন কালো দাগ কমানোর। আর এজন্য বেছে নেন দামী আন্ডার আই ক্রিম। তবে অনেক সময় এই দামি ক্রিমও চোখের এই দাগ দূর করতে ব্যর্থ হয়। তখন(!) ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতির ওপরই।  

এই মাস্কগুলো ব্যবহার করুন, ক্যালেন্ডারের পুরো একটি পাতা, মানে এক মাস। আর পার্থক্য দেখুন: 

আলু ও গোলাপজল

ত্বক উজ্জ্বল করতে আলুর গুরুত্ব অনেকখানি। একটি ছোট আলু নিয়ে থেঁতো করে তাতে দুই তিন ফোঁটা গোলাপজল মেশান। মিশ্রণটি চোখের নীচে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে নিন।


দই ও টমেটো 

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টমেটো ত্বকের জন্য চমৎকার।  দই ডার্ক স্পটগুলো কমাতে সাহায্য করে।  টমেটো চটকে সঙ্গে এক চা চামচ দই মেশান। চোখের নীচে এই প্যাক লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।  

শশা ও অ্যালোভেরা

শশার সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে চোখের নীচে লাগান। ১৫ মিনিটের জন্য রেখে দিন এবং তারপর পানি দিয়ে ধুয়ে নিন।  


বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এসআইএস

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।