ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শত ব্যস্ততায়ও সময় বের করতে হবে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
শত ব্যস্ততায়ও সময় বের করতে হবে  ব্যায়াম করার সময়

দীর্ঘসময় বসে কাজ করার ফলে শারীরিক পরিশ্রম ও হাঁটাচলা কম হলে হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরলের সঙ্গে পিঠ ও মেরুদণ্ডে ব্যথা হতে পারে।  

ব্যস্ততা আমাদের জীবনে এভাবে জড়িয়ে রয়েছে যে মাত্র একঘণ্টা সময় খুঁজে বের করাও কঠিন।  সকালে অফিসের জন্য অনেকেই ব্যায়াম করার সুযোগ হয় না।

অফিস থেকে ফিরতে সন্ধ্যা পেরিয়ে রাত। বাড়ি ফিরে আবার কত কাজ...ব্যায়াম করার সময় নেই। তাহলে কখন ব্যায়াম করবেন, আর কখন ব্যায়াম করলে আমাদের জন্য সবচেয়ে ভালো।  

জেনে নিন, বিশেষজ্ঞরা বলেন: 

সকাল

•    অনেকে ঘুম থেকে উঠে বিছানায় বসেই ব্যায়াম শুরু করেন। তবে এসময় ভারী ব্যায়াম না করাই ভালো। কারণ এক্সারসাইজের জন্য শরীরে যথেষ্ট পরিমাণে এনার্জি থাকা প্রয়োজন
•    সময়ের অভাব থাকলে ঘুম থেকে ওঠার আধা ঘণ্টা পর হালকা জগিং বা মর্নিং ওয়ার্ক করুন
•    ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করে কয়েক ঘণ্টা পর ব্যায়াম করুন
•    মনে রাখবেন কখনোই খালি পেটে ব্যায়াম করা যাবে না

বিকেল

•    ব্যায়াম করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে দুপুরের পর বিকেলে। মানে ঘুম থেকে ওঠার ৬ ঘণ্টা পর এবং ১২ ঘণ্টার মধ্যে
•    যাদের ভারী এক্সারসাইজের পরিকল্পনা রয়েছে তারা দিনের বেলার যেকোনো একটি সময় বেছে নিন
•    লাঞ্চ করার পর বসে না থেকে হালকা হাঁটুন।

সন্ধ্যা

•    বাড়ি ফেরার পথে কিছুটা পথ হেঁটেই অাসুন
•    হাঁটার সময় খেয়াল রাখবেন যেন গতি এমন হয় যে ১০ মিনিটে ১ কিলোমিটার পথ যেতে পারেন
•    সন্ধ্যা বেলা এক্সারসাইজ করতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে অবশ্যই এক্সারসাইজ করার আগে রিল্যাক্স করুন। যাতে এক্সারসাইজ করার সময় ক্লান্ত ভাব না থাকে
•    যোগব্যায়াম করার জন্য সন্ধ্যা সবচেয়ে উপযুক্ত সময়।
•    এসময় আপনি ট্রেডমিল বা সাইক্লিংও করতে পারেন
•    শারীরিক ক্ষমতা ও বয়স অনুযায়ী ব্যায়াম করবেন,  ব্যাক পেইন বা শ্বাসকষ্ট থাকলে সব ধরনের ব্যায়াম করতে পারবেন না।  

সুস্থ থাকতে হলে প্রতিদিন কিছুটা সময় ময় বের করতেই হবে।  ব্যায়াম শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পর, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খাবার এবং জীবন যাপনের সঠিক পদ্ধতিগুলোও মেনে চলুন।


বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।