পোশাক বানানোর সময় কিছু বিষয় লক্ষ্য রাখুন:
মুখাকৃতির ওপর নির্ভর করে পোশাকের কলার কেমন মানাবে। যেমন গোলাকার মুখে খোলা ধরনের নেক লাইন বেশ মানায়।
চৌকোণা মুখ হলে ডিপ গোলাকার কাট ভালো দেখায়। হল্টার নেক কিংবা ইউ শেপের নেক লাইনও পরতে পারেন।
লম্বা মুখে গোল গলার পোশাক সবচেয়ে বেশি মানানসই। ইউ নেক লাইনও এ ধরনের মুখের লুকে আনবে পরিবর্তন। আপনাকে এড়িয়ে যেতে হবে ভি শেপ।
থুঁতনির আকার ছোট হলে আপনার পানপাতা মুখ। চৌকোনা নেক লাইন ও ইউ শেপের নেক পরতে পারেন নিশ্চিন্তে।
ডিম্বাকৃতি মুখ? নিজেকে ভাগ্যবান ভাবুন। কারণ এ ধরনের মুখাকৃতিকে বলা হয় আদর্শ মুখাকৃতি। হাই-লো-ডিপ- ভি শেপ যেকোনো ডিজাইন আপনার সঙ্গে সুন্দর মানিয়ে যাবে।
পোশাক: ফ্যাশন হাউস অঞ্জন'স
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এসআইএস