ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সেলিব্রেটি হতে চান!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
সেলিব্রেটি হতে চান! প্রিয়াংকা চোপড়া

যদি প্রশ্ন করা হয়, সেলিব্রেটি হতে চান? উত্তরে অনেকেই জানাবেন, ‘অবশ্যই’। সেলিব্রেটি হতে চাওয়া যতটা সহজ, বাস্তবে সেলিব্রেটি হওয়া ঠিক ততটা নয়। তবে... 

আগের চেয়ে বর্তমানে কাজের মিডিয়াতে কাজের সুযোগ যেমন বেড়েছে, তেমনি সুযোগ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে খুব সহজে পরিচিতি ও জনপ্রিয়তা পাওয়ার।  

আর সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে একজন সেলিব্রেটি হতে হলে যে কাজগুলো করতে হবে: 

•    বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন।

আপনি যাদেরকে বন্ধু তালিকায় রাখবেন, তাদের রুচি ও মানসিকতা বুঝে নিন 

•    আপনার যে বিষয়ে আগ্রহ চেষ্টা করুন সে বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে যুক্ত থাকতে 

•    যে কোনো প্রোফাইল দেখলেই নিজে থেকে বন্ধুত্বের অনুরোধ পাঠানোর থেকে বিরত থাকুন

•    প্রয়োজনীয় কথা অবশ্যই বলবেন, তবে অযথা কাউকে বিরক্ত করবেন না 

•    সময় বোঝা খুব জরুরি, প্রত্যেকের নিজস্ব জীবন আছে, পরিবার আছে। বন্ধু বলেই রাত দুপুরে কাউকে প্রয়োজন ছাড়া নক করা যাবে না। যদি তিনি অনলাইনে থাকেন, তবুও না 

•    সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের বক্তব্য-অবস্থান তুলে ধরতে পারেন 

•    নিয়মিত প্রোফাইল পিকচার বদলান। মনে রাখবেন প্রোফাইলের ছবিটি আপনার রুচি এবং অবস্থান প্রকাশ করে

•    আপডেট থাকুন, ভালো সাইটের নিউজ বা ভিডিও শেয়ার করুন

•    বন্ধুদের পোস্টে লাইক, কমেন্টস করার সময় সতর্ক থাকুন 

•    ধর্মীয় ও রাজনৈতিক কট্টরপন্থিদের সঙ্গে তর্কে জড়ানো কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়  


•    কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলে কাউকে ট্যাগ করবেন না
•    আপনি যে বিষয় নিয়ে উৎসাহী, সেই বিষয়ের একটি পেজ শুরু করুন 

•    ফেসবুকের মাধ্যমে সামাজিক কর্তব্য পালন করুন। সেটা রক্তদান হতে পারে, দুঃস্থদের পাশে দাঁড়ানো হতে পারে কিংবা অন্য কিছু 
 
•    বন্ধুদের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলবেন না।  


বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।