ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

জিম বা ডায়েট না করেও স্লিম দেখানোর টেকনিক 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
জিম বা ডায়েট না করেও স্লিম দেখানোর টেকনিক  স্লিম দেখাতে পোশাক

দু’দিন বাদেই বেস্ট ফ্রেন্ডের বিয়ে, জিম বা ডায়েট করে কয়েক কেজি ওজন কমিয়ে আকষর্ণীয় ফিগার পাওয়ার সুযোগ নেই বলে মন খারাপ হচ্ছে? মন খারাপের কিছুই নেই জেনে নিন, কিছু টেকনিক, এগুলোই কাজে দেবে অনুষ্ঠানে আপনাকে স্লিম দেখাতে। 

নিজেকে স্লিম দেখাতে যা করবেন-

•    শরীরের আকর্ষণীয় অংশটিকে গুরুত্ব দিন। যদি আপনার কোমরের দিকটি মোটা হয় তবে এর ওপরের অংশটির দিকে খেয়াল রাখুন।

একটু গাঢ় উজ্জ্বল রঙের পোশাক পরুন 

•    জামার গলা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মোটা শরীর যাদের, তাদের ভি-শেপ অথবা চারকোনা গলা ভালো মানাবে। গলায় লেসের ব্যবহার করা যেতে পারে। এতে গলার অংশটি কোমরের তুলনায় বেশি মনোযোগ পাবে।

•    যাদের চেস্টের দিকটা বেশি মোটা তারা ওপরের অংশের জন্য গাঢ় রং কিংবা বড়  প্রিন্টের কাপড় ব্যবহার করতে  পারেন

•    রং নিয়ে খেলুন। কালো, গাঢ় বাদামি, গাঢ় নীল এই রংগুলোকে প্রাধান্য দিতে পারেন। গাঢ় রং আপনাকে স্লিম দেখাতে সাহায্য করবে

•    লম্বা স্ট্রাইপের জামা মোটাদের ভালো মানাবে

•    একটু লম্বা কাটের জামা মোটাদের জন্য সঠিক হবে


•    চুল এমনভাবে কাটুন যেন মুখের দুইপাশে পড়ে থাকে, এতে আপনার মুখটা এমন স্লিম দেখাবে 


•    মোটা মেয়েরা কানে একটু ঝোলানো দুল পরলে গলা কিছুটা লম্বা দেখাবে। এতে অনেকটা স্লিম দেখাবে 

•    ফিটিং পোশাক আপনাকে স্লিম দেখাতে সাহায্য করবে 

•    স্লিম দেখাতে জুতাও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সরু হিল পরলে স্লিম ও আকর্ষণীয় লাগে।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।