মন খারাপের কিছুই নেই, একটু বুদ্ধি কাজে লাগালেই এই পোশাকই পরতে পারবেন। কেননা, আমরা জেনে যাচ্ছি ইস্ত্রির বিকল্প।
• লোহার পাত্র বা কেটলিতে খানিকটা পানি গরম করুন। এবার পাত্রের নিচে পরিষ্কার কাপড়ে মুছে সামান্য চাপ দিয়ে জামা-কাপড়ের কুচকানো অংশের ওপর ঘষুন। জামা-কাপড়ে ইস্ত্রি করার মতোই মনে হবে।
• নারীদের ড্রেসিং টেবিলে অনেক কিছুই থাকে। যেমন, হেয়ার স্ট্রেটনার ও হেয়ার ড্রায়ার। এগুলো দিয়ে পোশাকের ভাঁজে ভাঁজে সমান ভাবে টেনে টেনে নিন। কেউ বুঝতেই পারবে না, কাপড়গুলো যে আয়রন ছাড়াই পরেছেন। কারণ ইস্ত্রি নষ্ট থাকলেও পোশাক থাকবে সমান ভাঁজে।
পোশাক আয়রন করার সময় লক্ষ্য রাখতে হবে
• গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আয়রন করা যাবে না। এতে কাপড়ের মধ্যে টান লাগতে পারে।
• লম্বালম্বিভাবে আয়রন করতে হবে
• আয়রন সংবেদনশীল কাপড়ের ওপরে পরিষ্কার ছোট সুতির কাপড়, রুমাল বা গামছা দিয়ে আয়রন করুন
• আয়রন সব সময় কাপড়ের উল্টো পাশে করুন এতে কাপড় ঝলসে যাবে না।
• আপনার লোহার আয়রনের সঙ্গে একটা মাল্টিপ্লাগ ব্যবহার করা জরুরি
• কম ওজনের বৈদ্যুতিক তার ব্যবহার না করাই ভালো। এতে আয়রন খুব গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসআইএস