ষষ্ঠী থেকে দশমী, পাঁচদিনের আনন্দ উৎসব। আর উৎসবের পোশাক হয় বাহারী।
এই আয়োজনকে ঘিরে করা হয়েছে জমকালো কাজের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, লেডিস ফতুয়া, কুর্তা ও টপস। ছোটদের জন্যও থাকছে বিভিন্ন ধরনের রঙিন পোশাক।
পোশাকে আরামের কথা চিন্তা করে বেছে নেওয়া হয়েছে কটন, লিনেন কটন, জর্জেট, সিল্ক, অ্যান্ডিসিল্ক, অ্যান্ডিকটনসহ নতুন ধরনের উইভিং ডিজাইনের কাপড়। পোশাক ছাড়াও অঞ্জন’স-এর পূজার আয়োজনে থাকছে বিভিন্ন ধরনের গয়না ও ঘর সাজানোর পণ্য।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এসআইএস