ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

এবার মিসেস ইউনিভার্স বাংলাদেশ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এবার মিসেস ইউনিভার্স বাংলাদেশ মিসেস ইউনিভার্স বাংলাদেশ-এর বিচারক

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’, ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ,’ ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর পর এবার অনুষ্ঠিত হচ্ছে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’। 

আর এতে অংশ নিচ্ছেন বিবাহিত নারীরা। আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডট কম-এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

 

গত ২৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছিল ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ এ অংশ নেয়ার জন্য আবেদনের সময়। প্রায় আট হাজার নারী এই প্রতিযোগিতার জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে থেকে ৫০০ প্রতিযোগীকে বাছাই করা হয়েছে। প্রাথমিক অডিশনের মধ্য দিয়ে প্রায় ২০০ প্রতিযোগী টিকে আছেন।  

কয়েকটি ধাপ পেরিয়ে ১০০ জনকে নিয়ে শুরু হয় মূল আয়োজন।  

৩০ নভেম্বর ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন হবেন তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডিসেম্বরে অংশ নেবেন চীনের মূল প্রতিযোগিতায়।

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর বিচারক হিসেবে রয়েছেন অভিনেত্রী জাহারা মিতু, অপূর্ব আবদুল্লাহ ও মডেল অন্তু করিম।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।