পারফিউম বেশি সময় স্থায়ী করতে যা করবেন:
• পোশাক পরার পর পারফিউম ব্যবহার করবেন
• গোসলের পর শরীরের লোমকূপের ছিদ্রগুলো প্রসারিত হয়। এসময় সুগন্ধি ব্যবহারে অনেক বেশি সময় স্থায়ী হবে
• পারফিউম ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে বেশিক্ষণ।
• পুরুষের জন্য বস, ডাভিডফ, ওয়ান মিলিয়ন, অবসেশন আকুয়া ডি জিও। এছাড়া নারীরা অ্যাম্বার, ভেনিলা এবং সিনামন জাতীয় সুগন্ধিগুলো ব্যবহার করতে পারেন যেগুলো অরেঞ্জ, ক্যারামেল, লেমন অথবা ফ্রুটস এর গন্ধযুক্ত। উল ওয়াটার, বারবারি, স্কাটাও ব্যবহার করতে পারেন
• কেনার সময় অবশ্যই ভালো ব্র্যান্ডের পারফিউম নিন। ভালো ব্র্যান্ডের একটি পারফিউমের দাম তিন হাজার থেকে শুরু
• অন্ধকার, ঠাণ্ডা, শুকনো জায়গায় পারফিউম রাখুন। এতে সুগন্ধ অনেক দিন পর্যন্ত পরিবর্তন হবে না।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসআইএস