ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

লা মেরিডিয়ান ঢাকায় চলছে গ্রিক ফুড ফেস্টিভ্যাল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
লা মেরিডিয়ান ঢাকায় চলছে গ্রিক ফুড ফেস্টিভ্যাল গ্রিক ফুড ফেস্টিভ্যাল

গ্রিসের রন্ধনশৈলী এবং রসনা সংস্কৃতির সঙ্গে ঢাকাবাসীর মেলবন্ধন ঘটাতে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে ‘গ্রিক ফুড ফেস্টিভ্যাল’। অক্টোবরের ২৮ তারিখে শুরু হয়ে উৎসব চলবে ৯ নভেম্বর পর্যন্ত। 

গ্র্যান্ডে ব্রিটানিয়া হোটেলের শেফ আলেকজান্দ্রোস মার্কিজিয়ানিস ঢাকায় এসেছেন অতিথিদের জন্য গ্রিসের আসল রেসিপির স্বাদের খাবার তৈরি করে দিতে।  

উৎসবে গ্রিক সালাদ, অক্টোপাস ফ্রিটার, গ্রিক মুসাকা, জাইরোস এবং গার্লিক পিউরের তাজা ভাজা কড মাছসহ নানাপদের গ্রিক এবং ভু-মধ্যসাগরীয় অনন্য স্বাদের খাবার পরিবেশন করা হচ্ছে।

 

ফুড ফেস্টিভ্যাল উদ্বোধনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গ্রিসে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ফারুক হাসান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।  
উৎসবে জনপ্রতি খাবারের খরচ ৩,৯০০++ টাকা। নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ডের জন্য 'বাই ওয়ান গেট ওয়ান' এবং বিশেষ ছাড়েরও সুযোগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।