ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শাড়িতে ছোট চুলেও সুন্দর

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
শাড়িতে ছোট চুলেও সুন্দর শাড়িতে ছোট চুলেও সুন্দর

চুল ছোট বা বড় এখন আর এটা ‍খুব বড় কোনো বিষয় না। কাজে সুবিধা ও ব্যস্ততার জন্য বেশির ভাগ নারীই আজকাল চুল ছোট রাখেন। তবে শাড়ি পরার সময় মনটা একটু খারাপ হয়ে যায়। বড় চুলের কথা মনে করে।

কিন্তু এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই। কারণ ছোট চুল আপনার সাজের পথে মোটেই অন্তরায় নয় ।

 

শাড়ির সঙ্গে সাজের ক্ষেত্রে কয়েকটি দিক লক্ষ্য রাখলেই চুল ছোট বা বড় এটা খুব ছোট বিষয় হয়ে যাবে।  

শাড়ি পরলে গাঢ় করে কাজল দিন আর লিপস্টিক লাগান ইচ্ছেমতো। এছাড়া নাকে নাকফুল ও কানের ভারী দুলও আপনার সাজকে পূর্ণতা দেবে। দেশি জামদানি বা তাঁতের শাড়ির সঙ্গে বড় টিপ পরুন, হাতে পরুন পছন্দের চুড়ি।  

চুল ছেড়েও রাখতে পারেন, আবার একটা ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন।  

চুল ছোট করে ছেঁটে ফেললেও কিন্তু তার যত্ন নিতে হবে। নিয়মিত অয়েল ম্যাসাজ করুন, শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করুন।  

মনে রাখতে হবে, হেয়ারস্টাইলই বা পোশাক যেমনই হোক, তাকে ঠিকমতো ক্যারি করতে হয়। আর এজন্য প্রয়োজন আত্মবিশ্বাস।  


বাংলাদেশ সময়:  ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।