ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বনানীতে জিওর্দানোর আউটলেট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
বনানীতে জিওর্দানোর আউটলেট জিওর্দানোর পোশাক

সম্প্রতি রাজধানীতে বনানীর ১১ নম্বর রোডে উদ্বোধন করা হল হংকং বেজড পোশাক ব্র্যান্ড জিওর্দানোর আউটলেট। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মাহবুব রহমান,  জিওর্দানোর বাংলাদেশে এক্সক্লুসিভ সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান নীরা ইন্টারন্যাশানের উপদেষ্টা প্রফেসর লাইজু আক্তার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্রকৌশলী শাহ আবদুল্লাহ মোহাইমেন ও ডিজাইনার প্রকৌশলী মাকসুদুল হক।

বনানীর জিওর্দানোর ১২৫০ বর্গফুটের আউটলেটতে রয়েছে নারী-পুরুষ ও শিশুদের জন্য ফ্যাশনেবল টি-শার্ট, পলো-টিশার্ট, শার্ট, প্যান্ট, জিন্স, জগার ও শর্টস।

এছাড়াও রয়েছে ক্যাপ, চশমা, ঘড়ি ও জুতা।  

জিওর্দানো বাংলাদেশের সিইও শাহ ইসকান্দার আলী স্বপন জানান, ভালোমানের পণ্য কিনতে আমাদের আর কষ্ট করে আর ব্যাংকক, মালয়েশিয়া বা সিঙ্গাপুর যেতে হবে না। ক্রেতারা এখন ঢাকা থেকেই জিওর্দানোর পণ্য কিনতে পারবেন।  

নতুন যাত্রা করায় আউটলেটটিতে এক সপ্তাহের জন্য সব পণ্যের ওপর ৩০ শতাংশ মূল্যছাড় দেওয়া হয়েছে।  

১৯৮১ সালে হংকং-এ প্রতিষ্ঠিত জিওর্দানোর বাংলাদেশসহ বিশ্বের ৪৮টি দেশে প্রায় চার হাজার ৮০০ আউটলেট রয়েছে।  

বাংলাদেশ সময় ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।