ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

 কারি লাইফ অ্যাওয়ার্ড পেল প্লাটিনাম লাউঞ্জ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
 কারি লাইফ অ্যাওয়ার্ড পেল প্লাটিনাম লাউঞ্জ কারি লাইফ অ্যাওয়ার্ড

সিলেটে যাত্রা শুরুর সাত মাসের মাথায় আন্তর্জাতিক স্বীকৃতি ‘কারি লাইফ অ্যাওয়ার্ড’ পেলো লাউঞ্জ ও রেস্টুরেন্ট 'প্লাটিনাম লাউঞ্জ'।

যুক্তরাজ্য ভিত্তিক রান্না বিষয়ক ম্যাগাজিন ‘কারি লাইফ অ্যাওয়ার্ড'-এর ১০ম অনুষ্ঠানে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সিলেটের প্লাটিনাম লাউঞ্জ‘আন্তর্জাতিক আতিথেয়তা ২০১৯-২০’ বিভাগে এই সম্মান অর্জন করে।  

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে১০ টায় লন্ডনের হিলটন পার্কলেন বলরুমে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ‘কারি লাইফ অ্যাওয়ার্ড' গ্রহণ করেন রেস্টুরেন্টের পরিচালক মোসলেহ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী ও লেবার এবং টোরি এমপিসহ প্রবাসী বাঙালিরা।  


বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এসআইএস

 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।