ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শীতের লোশন এবার ঘরেই তৈরি করে নিন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
শীতের লোশন এবার ঘরেই তৈরি করে নিন লোশন ব্যবহার

শীতকালের ত্বকের যত্নে ‍আমরা নির্ভর করি লোশনের ওপর। কিন্তু বাজারে নামী-দামি ব্র্যান্ডের নকল লোশন তৈরি হচ্ছে নোংরা পরিবেশে। এগুলো ব্যবহারে ত্বকে মারাত্বক ক্ষতি হতে পারে। 

ঝুঁকি না নিয়ে নিজেই তৈরি করে নিন শীতের লোশন। এই লোশন ব্যবহার করেই শীতের রুক্ষতা থেকে ত্বক রক্ষা পাবে।

থাকবে কোমল-মশৃণ আর উজ্জ্বল।  

যা লাগবে
অলিভ অয়েল আধা কাপ 
বিশুদ্ধ মোম দুই টেবিল চামচ
অ্যাসেনশিয়াল অয়েল (ইচ্ছা)

যেভাবে করবেন
পাত্রে মোম এবং অলিভ অয়েল গরম করতে দিন। বলক না আসা পর্যন্ত গরম করুন।  
ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাসেনশিয়াল অয়েল দিন।  

এবার ঠান্ডা করে লোশন ভালো ভাবে বিট করে করতে হবে। চাইলে ব্লেন্ড করে নিতে পারেন।  

তৈরি হয়ে গেলো আপনার শীতের লোশন। হাত-পাসহ পুরো শরীরে ব্যবহার করুন।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।