ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

লাইফস্টাইল

পছন্দের সানগ্লাসটির যত্ন নেন তো?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
পছন্দের সানগ্লাসটির যত্ন নেন তো? পছন্দের সানগ্লাসটির যত্ন

সানগ্লাস অনেকেরই পছন্দের অনুষজ্ঞ। চোখের সুরক্ষার পাশাপাশি এটি ফ্যাশনের জন্য ব্যবহার করি আমরা। সানগ্লাস যেহেতু প্রয়োজন ও সৌখিন পণ্য এটি ব্যবহারের সঙ্গে সঙ্গে রাখতে হবে যত্নেও। 

যেভাবে যত্ন নেবেন: 


•    সানগ্লাসের কাচের দিকটা কখনোই শক্ত কোথাও রাখবেন না 

•    এতে কাচের গায়ে স্ক্র্যাচ পড়তে পারে

•    সানগ্লাসটিকে মাথার তুলে চুল আটকে রাখার জন্য ব্যবহার করেন,

•    এর ফলে খুব তাড়াতাড়ি সেটি আলগা হয়ে যাবে

•    লেন্স পরিষ্কার করার কোমল সলিউশন দিয়ে সানগ্লাস পরিষ্কার করতে পারেন

•    সানগ্লাসের সঙ্গে দেওয়া কাপড়টি দিয়ে ভেজা অবস্থাতেই মুছে ফেলুন

•    খুলে এখানে সেখানে না রেখে, সানগ্লাসের বক্সের মধ্যে রাখুন 


•    শুকনো সানগ্লাস মোছা উচিত নয়, ধুলো-বালির কণা কাচের সঙ্গে ঘষা খেয়ে দাগ পড়তে পারে 

•    খুব ঠাণ্ডা বা বেশি তাপের কাছাকাছি সানগ্লাস রাখবেন না।  

যদি নতুন সানগ্লাস কিনতে চান, দেশের বৃহত্তম বসুন্ধরা শপিং মলের ৫ম তলায় রয়েছে সানগ্লাসের বিশাল কালেকশন।

লাল, নীল, সবুজ-বাহারি সব রঙ ও আকৃতির সানগ্লাস পাবেন এখানে।  

দোকানিরা জানালেন, তাদের দোকানে বিক্রি হওয়া সবই বিদেশি সানগ্লাস। বিশ্বের নামিদামি সব ব্র্যান্ডের সানগ্লাসই মিলবে এখানে। সব মিলিয়ে ৩০টির বেশি ব্র্যান্ডের সানগ্লাস রয়েছে এসব দোকানে। এসব সানগ্লাসের দামেও রয়েছে ভিন্নতা।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।