ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বিজয় দিবসে পতাকার রঙে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
বিজয় দিবসে পতাকার রঙে পতাকার রঙে নতুন পোশাক

মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের জীবনে একটি বিশেষ গর্ব করার মতো বিষয়। তাই বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতিবারের মতো দেশি ফ্যাশন হা‌উসগুলো পতাকার রঙে তৈরি করেছে নতুন নতুন পোশাক। 

অঞ্জন’স
অঞ্জন’স সব সময়ই পোশাক ডিজাইন ও চিন্তাভাবনায় দেশীয় ঐতিহ্য ও গর্ব করার মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এবারের আয়োজনে মুক্তিযুদ্ধকালীন পত্রিকার সংবাদের কোলাজ, মুক্তিযুদ্ধ বিষয়ক দেয়াল চিত্র ও আমাদের জাতীয় ফুল শাপলা  অনুপ্রেরণা হিসেবে করেছে ফ্যাশন হাউসটি।

আমাদের পতাকার রঙ লাল ও সবুজ পোশাক ডিজাইনে বেশি গুরুত্ব পেয়েছে।  

পতাকার রঙে নতুন পোশাক
রঙ বাংলাদেশ-এর  বিজয়  আয়োজন

বিজয়ের উদযাপনকে অন্য মাত্রা দিতে বিশেষ আয়োজন করেছে রঙ বাংলাদেশ। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে কেবল বড়দের নয়, ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।  

এবারের মহান বিজয়ের এই দিনটিকে সুন্দরভাবে উদ্যাপন করার জন্য ফ্যাশন হাউসগুলোর সব শোরুমে পাওয়া যাচ্ছে শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের টপস, সালোয়ার কামিজ ও টি-শার্ট।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।