ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শীতকালের বন্ধু গিজার 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
শীতকালের বন্ধু গিজার  গরম পানিতে গোসল

শীতকাল চলে এল, লেপ-কাঁথা-কম্বল বের করাও হয়ে গেছে। এবার ঠাণ্ডা পানিতে কাজ করা বা গোসল করা নিয়ে চিন্তা তো? এজন্য প্রয়োজন গিজার। 

শীতে গরম পানি পেতে গিজার কেনা বা ব্যবহারের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে:   


•    গিজার যেহেতু বিদ্যুতে চলে, নতুন গিজার লাগানোর সময় সঠিক ভাবে বৈদ্যুতিক সংযোগ হয়েছে কি না অথবা গিজারের পাইপের সংযোগ ঠিক হয়েছে কিনা নিশ্চিত হয়ে নিন

•    বাড়ির গিজারটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে কিনা সেদিকে খেয়াল রাখুন

•    পানি গরম হয়ে গেলে গিজারটি বন্ধ রাখুন। এতে যেমন বিদ্যুতের বিল কম হবে, গিজারটিও দীর্ঘ দিন ভালো থাকবে

•    গিজার থেকে পুরো গরম পানি বের করে নিন।

নয়ত গিজারে আয়রন জমে নষ্ট হয়ে যেতে পারে 

•    কোনো ত্রুটি দেখা দিলে গিজারটি দ্রুত ঠিক করিয়ে নিন।  না হলে এটি ব্যবহারের ফলে বড় বিপদ হতে পারে।

দামটাও জেনে রাখুন 
বাজারে নানা আকারের এবং দামের গিজার পাওয়া যায়। সাধারণত লিটার ভেদেই এর মূল্য নির্ধারিত হয়।  

দেশি বেশ কিছু প্রতিষ্ঠান গিজার তৈরি করছে। ৪৫ লিটারের এসব গিজারের দাম ৪ হাজার টাকা থেকে শুরু। এছাড়া ইন্ডিয়ান ও কোরিয়ান গিজারের চাহিদাও রয়েছে বাজারে।  

কেনার সময় গিজারের বিক্রয়োত্তর সেবা সম্পর্কে জেনে নিন।  


বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।