ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শীতে ত্বকের সুরক্ষায় গ্লিসারিন এখনো বেস্ট 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
শীতে ত্বকের সুরক্ষায় গ্লিসারিন এখনো বেস্ট  গ্লিসারিন ব্যবহারে

আগের দিনে বাজারে এত ধরনের প্রশাধনী ছিল না, এজন্য গ্লিসারিন ব্যবহার করেই ত্বকের যত্ন নিতেন সবাই। দিন বদলেছে কিন্তু শীতে ত্বকের সুরক্ষায় গ্লিসারিন এখনো বেস্ট।

শীতের সময়টায় কেন গ্লিসারিন ব্যবহার করবেন: 

•    ত্বকের জন্য খুব ভালো ময়েশ্চারাইজার
•    শুষ্ক, ছোপ পড়ে যাওয়া বিবর্ণ ত্বকের কোমলতা ফেরাতে এটি কার্যকর 
•    ধুলো ময়লা দূর করে ত্বক পরিষ্কার রাখে
•    ত্বকের পুষ্টি জোগাতে গ্লিসারিন ব্যবহার করুন 
•    ত্বকের সংক্রমণ সারিয়ে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল রাখে 
•    ত্বক মসৃণ ও কোমল রাখে 
•    ত্বকের দাগ দূর করে।  

ব্যবহার 

•    গ্লিসারিন সরাসরি ত্বকে লাগানো যায় 
•    প্যাকের সঙ্গে মিশিয়েও ত্বকে ব্যবহার করতে পারেন 
•    ত্বক পরিষ্কারের জন্য তুলো গ্লিসারিনে ডুবিয়ে ত্বক মুছে নিন 
•    ঠোঁট কোমল রাখে।

 

একটি বোতলে সমপরিমাণে গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে রেখে দিন। প্রতিরাতে ঘুমানোর আগে ও গোসলের পরেই এই মিশ্রণ পুরো শরীরে মেখে নিন।  

ময়েশ্চারাইজার হিসেবে গ্লিসারিন সহজলভ্য ও সাশ্রয়ী। আর গোলাপজলে রয়েছে ভিটামিন এ, বি৩, সি, ডি ও ই। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিসেপটিক উপাদান।  


শীতে নিয়মিত গ্লিসারিন ব্যবহার করুন, ত্বক শুষ্ক হওয়ার সুযোগই পাবে না। যাদের ত্বক বেশি শুষ্ক তারা সারা বছরই গ্লিসারিন ব্যবহার করলে উপকার পারেন।  


বাংলাদেশ সময়:  ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।