ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকায় চালু হলো নতুন পাঁচ তারকা হোটেল রেনেসাঁ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ঢাকায় চালু হলো নতুন পাঁচ তারকা হোটেল রেনেসাঁ হোটেল রেনেসাঁর উদ্বোধন

ঢাকায় চালু হয়েছে আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড ম্যারিয়ট ইন্টারন্যাশনালের পাঁচ তারকা মানের হোটেল রেনেসাঁ। বাংলাদেশে এর নাম দেওয়া হয়েছে ‘রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল’।

ঢাকার গুলশানে ১৯তলা এ হোটেলে মোট রুম রয়েছে ২১১টি। আর বিভিন্ন অনুষ্ঠানের জন্য রয়েছে কয়েকটি ছোট বড় কনফারেন্স রুম।

 

বুধবার (১৮ ডিসেম্বর) রেনেসাঁ ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে হোটেলটির উদ্বোধন করেন প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট ও প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রিমিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মইন ইকবাল, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নীরজ গোভিল, রেনেসাঁ ঢাকার মহাব্যবস্থাপক জেরোমি লিয়েটার্নসহ অনেকেই।  

সারা বিশ্বে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের অধীনে ৩০টি দেশে রয়েছে ১৬০টি হোটেল। বাংলাদেশে এর মাধ্যমে ম্যারিয়ট ইন্টারন্যাশনালে চতুর্থ হোটেল যাত্রা শুরু করল। আগে থেকে লা মেরিডিয়ান, ওয়েস্টিন ঢাকা, ফোর পয়েন্টস বাই শেরাটন চালু রয়েছে। ঢাকায় ম্যারিয়ট ইন্টারন্যাশনালের আরও কয়েকটি হোটেলের নির্মাণকাজ চলছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।